সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সূপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন বলেছেন, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। তাতে পরিবারের মুখ উজ্জ্বল হবে।
তিনি আজ বুধবার দুপুরে উপজেলার বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অত্র কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, বয়ড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মাষ্ঠার প্রমুখ।
Leave a Reply