Menu

শিবগঞ্জের অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যোগে বানভাসি মানুষের মাঝে খাবার বিতরণ

সোনাতলা সংবাদ ডটকম (রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জ উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের উদ্দ্যোগে বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার শতাধিক বানভাসি ও পথ শিশুদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষক মিস্টার নিখিল চন্দ্রের নেতৃত্বে সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক ছারোয়ার হোসেন, মাসুরা খানম, ইজাজুল করিম, সোনিয়া পারভিন, পলাশ চন্দ রায়, কামরুন্নাহার, রবিউল ইসলাম রবি, লিয়াকত হোসেন, জিয়াউল হক সহযোগিতায় শুকনা খাবার বিতরণ করা হয়। শুকনা খাবার পেয়ে সারিয়াকান্দি ও সোনতলা উপজেলার বানভাসি মানুষ ও পথ শিশু বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

No comments

Leave a Reply

three × one =

সর্বশেষ সংবাদ