সোনাতলা সংবাদ ডটকম (মুহাম্মাদ আবু মুসা): বগুড়া শিবগঞ্জের চকপাড়া ওহাবুল উলুম আলিম মাদ্রাসা’র সহকারী মৌলভী শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দীক গত রোববার ভোর ৪টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না—- রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫বছর। তিনি স্ত্রী, মা, ১ছেলে, ১মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর জেলার শাজাহানপুর উপজেলার শেরকোল গ্রামে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এতে শরিক হয়ে ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ দিকে তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অত্র মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এ ছাড়া আরো অনেকে গভীর শোক জানিয়েছেন।
Leave a Reply