Menu

শিবগঞ্জের দাড়িদহে নারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিউটি বেগমের গনসংযোগ

সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস প্রতীকে ভোট চেয়ে শনিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ স্বতন্ত্র নারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিউটী বেগম। নির্বাচন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নারী ভোটাররা প্রার্থী চিনতে ভুল করবেনা, তারা আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন, সুইট মেম্বার, জালাল মেম্বার, তোজাম্মেল হক, বাদল, শাহী, জাহাঙ্গীর হোসেন, মাসুম, সাজু মেম্বার, সুজা মেম্বার, বেলাল, মামুন, নাহিদ, ফাহিমা, বিপুল, সজিব নাসিরসহ প্রমূখ।

No comments

Leave a Reply

1 × 1 =

সর্বশেষ সংবাদ