সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউপির হরিপুর ভরিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এক তাফসিরুল কুরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্। মাহফিলে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রায়নাগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, মোকামতলা ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, মোকামতলা ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল হাসান মাসুদ। ভরিয়াপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওঃ বজলুর রশিদ মিয়া। উক্ত মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply