সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ছাওয়ালদহ্, পাবর্তীপুর ও রহবলের হিন্দুপাড়া হইয়া ক্যানেলের পাশ দিয়ে রহবল টু বড়িয়ার হাট রাস্তার সাথে সংযোগ রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে পরে। এর ফলে ছাওয়ালদহ্, পাবর্তীপুর ও রহবল হিন্দুপাড়াসহ তিন গ্রামের প্রায় তিন হাজার জনবসতির চলাচলের জন্য বিকল্প রাস্তা ব্যাবহার করা লাগতো। কিন্তু বর্তমান ইউপি চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পর থেকে এলাকার উন্নয়নের প্রতি নজর দেন। তারই ধারাবাহিকতায় ৪০দিনের কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে উক্ত তিন গ্রামের মানুষের কষ্ট লাঘবের জন্য উক্ত সংযোগ রাস্তা সংস্কার করে দেন। ফলে ঐ তিন গ্রামের মানুষ এখন কম সময়ে তাদের আসা যাওয়া করতে পারছে। সরেজমিনে গিয়ে জানা যায়, চল্লিশ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় উক্ত রাস্তাটি সংস্কার করায় এলাকার মানুষ বর্তমান চেয়ারম্যানের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেছেন। এবিষয়ে জানতে চাইলে দেইলী ইউপি চেয়ারম্যান বলেন, এলাকার উন্নয়রে জন্য আমি কাজ করে যাচ্ছি। আমার নির্বাচনী অঙ্গিকার ছিলো এলাকার রাস্তাঘাট, ড্রেন, র্কালভার্ট নির্মানসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা। তারই ধারাবাহিকতায় আমি এ রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছি।
Leave a Reply