Menu

শিবগঞ্জে খালেদার কারামুক্তির দাবীতে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (রবিউল ইসলাম রবি শিবগঞ্জ বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে কারাবন্দী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কারামুক্তির দাবীতে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪আগষ্ট) বিকালে উক্ত দোয়া মাহফিল, খালেদা জিয়ার কারা মুক্তি ও যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। শিবগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোকছেদুর রহমান দুলু মাস্টার, থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু, মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমান, যুবদল নেতা এম আবু তাহের, তাহেরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম মুকুল, স্বেচ্ছাসেবক দল নেতা এবিএম মাছুদ রানা মাছুম, মোঃ রায়হানুল হক রনি, মোঃ শাহিদুল ইসলাম সোহেল, সাবেক থানা ছাত্রদলের সভাপতি আব্দুল গোফ্ফার বাবু, ছাত্রদল নেতা খালিদ হাসান আরমান, মাহদী হাসান তমাল, মীর মুন, বিপুল প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে পরবর্তী পৌর এবং থানা কমিটির আহ্বায়ক হিসাবে মাস্টার আব্দুর রাজ্জাক ও এবিএম কামাল সেলিম এর নাম প্রস্তাব করা হয়। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেয় দোয়া অনুষ্ঠিত হয়।

No comments

Leave a Reply

one + 8 =

সর্বশেষ সংবাদ