Menu

শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে মিলাদ মাহফিল ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ বগুড়া): পবিত্র আশুরা উপলক্ষে শিবগঞ্জে মিলাদ মাহফিল, তাজিয়া মিছিল ও শোক মাতম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার হরিপুর মোহাম্মদপুর ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনে আয়োজনে এ শোক মাতম অনুষ্ঠিত হয়। শোক মিছিল পূর্ব সমাবেশে আশুরার তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহকারি অধ্যাপক টিপু সুলতান, অধ্যক্ষ মোস্তফা কামাল, এড. আমজাদ হোসেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডল ও সচিব হুজ্জাতুল ইসলাম মোজাফ্ফর হোসেন।

এ ছাড়াও বক্তব্য রাখেন এনামুল হক, ডাঃ এনামুল হক, প্রভাষক শাহিনুর ইসলাম, মাওলানা শাহিনুর রহমান প্রমূখ । পরে তিন শতাধিক ভক্তদের হায় হোসেন হায় হোসেন ধ্বনিতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সার্কেল এসপি শিবগঞ্জ কুদরাত-ই-খুদা ও অসি মিজানুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা প্রদান করেন।

No comments

Leave a Reply

seventeen − 7 =

সর্বশেষ সংবাদ