সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি):বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার দক্ষিণ পাড়া গ্রামে প্রতিপক্ষের লাগানো আগুনে কৃষক আক্কাস আলী ও তার ভাই আব্দুল হান্নানের ৫টি খড়ের পালা ভস্মিভূত থানা অভিযোগ।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত্রী অনুমানিক ১১ ঘটিকার সময় একই গ্রামের মৃত: গোলাম আলীর পুত্র প্রতিপক্ষ মোহাম্মাদ আলী (৪৮), একই গ্রামের মৃত: শওকত আলী আকন্দর পুত্র আহসান হাবিব (২৬) ও মৃত: ইছাহাক আলীর পুত্র দেলোয়ার হোসেন (৫০) রাতের আধাঁরে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আলহাজ্ব আক্কাস আলী ও তার ভাই আব্দুল হান্নানের ৫টি খড়ের পালায় কৌশলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় আক্কাস আলী টের পেয়ে ডাক চিৎকার করিলে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় শিবগঞ্জ ফায়ার সার্ভিস এ খবর দিলে তাৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে শিবগঞ্জ থানার এস.আই কাজী নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আক্কাস আলী জানান, পূর্ব শত্রুতার জেরে মোহাম্মাদ সহ তার লোকজন পরিকল্পিত ভাবে আমাদের খড়ের পালায় আগুণ ধরিয়া দিয়ে উল্টো আমাদের উপর দোষ চাপাচ্ছে। উক্ত ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ দাখিল করেছি। অভিযোগ সূত্রে আাের জানা যায়, ৫টি খড়ের পালায় প্রতিপক্ষের আগুনে ভস্মিভূত হয়ে প্রায় ৪৯ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ মোহাম্মাদ আলীকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply