সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ চোয়ানি মদ সহ এক যুবককে আটক করেছে।
জানা যায়, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে শুক্রবার রাত ০১.৩৫ ঘটিকার সময় শিবগঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মহাস্থান এলাকায় অভিযান চালায়।
প্রতাববাজু মহাস্থান গ্রামের শ্রী রুবেলের বাড়ির সামনে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা কালে তাকে ফোর্সের সহায়তায় আটক করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তার বাড়িতে তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে সাদা গোলাপী প্রিন্টের প্লাষ্টিকের ডোব এর মধ্যে সাদা পলিথিন দ্বারা পুটলিতে থাকা দেশীয় তৈরী বাংলা/ চোয়ানি মদ ৩০ লিটর উদ্ধার করে ওই যুবককে আটক করে। আটকৃত যুবক প্রতাববাজু মহাস্থান গ্রামের মৃতঃ মনুর পুত্র রুবেল বাসফোর (৩০)।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সাথে কথা বলা হলে, তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে, মাদকের সাথে যেই সম্পৃক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে।
Leave a Reply