Menu

শিবগঞ্জে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিজু’র মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে লক্ষ্যে রায়নগর ইউপি চেয়ারম্যান ও উপ‌জেলা চেয়ারম্যার এ‌সো‌সি‌য়েশ‌নের সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ রিজু’র নেতৃত্বে বিশাল মটর সাইকেল শোভাযাত্রা মহাস্থান থেকে বের হয়ে সারা উপজেলার সকল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ২ ফেব্রুয়ারী শনিবার পাঁচ শতাধিক মোটর সাইকেল নিয়ে মহাস্থান বন্দর থেকে এ মটর সাইকেল এর শোভাযাত্রা বের হয়ে শোডাউন‌টি শিবগঞ্জ সদর হয়ে, বুড়িগঞ্জ, মাঝিহট্ট, পিরব, কিচক, আটমূল, ভাইয়ের পুকুর, ময়দানহাটা, মোকামতলা হয়ে আবার মহাস্থানে এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় রিজুকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই স্লোগানে সারা উপজেলায় প্রকম্পিত হয়।

No comments

Leave a Reply

four + 12 =

সর্বশেষ সংবাদ

নির্বাচিত সংবাদ