Menu

সাঘাটায় গরীব দুঃস্থ মানুষদের মাঝে শাড়ী বিতরণ করলেন আঃ লীগ নেতা জাহিদ সরকার

সোনাতলা সংবাদ ডটকম (প্রেস রিলিজ): হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গরীব দুঃস্থ মানুষদের মাঝে শাড়ী বিতরণ করলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জাহিদ সকার।

গতকাল মঙ্গলবার বিকেলে সাঘাটা উপজেলার কামালেপাড়া ইউনিয়নে ফলিয়া দিঘর বাজারে তিনি ওই শাড়ী গুলো বিতরণ করেন। এ উপলক্ষে প্রভাষক এটিএম তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় বস্ত্র বিষয়ক উপ-কমিটির যুগ্ম সম্পাদক নাজিম সুলতান কিরন, কামালেরপাড়া ইউনিয়ন আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল ইসলাম শহিদ, সাঘাটা উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইকবাল খন্দকার, সাবেক ছাত্রলীগ নেতা ডাঃ ফরিদুল ইসলাম। ওই সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মচারী হায়দার আলী, জোবায়দুর মাস্টার, জয়নাল আবেদীন, মতিয়ার রহমান, বেলাল হোসেন, মহসীন আলী আকন্দ প্রমূখ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট নিহতদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

No comments

Leave a Reply

6 − 5 =

সর্বশেষ সংবাদ