সোনাতলা সংবাদ ডটকম (সাঘাটা সংবাদদাতা): গাইবান্ধার সাঘাটা উপজেলায় রেলওয়ের পুকুর থেকে দূর্যধন (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বাসিন্দা। আজ বুধবার দুপুরে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা পুলিশে খবর দেওয়ার পর লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply