Menu

সারিয়াকান্দিতে আব্দুল মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের সুস্থতা কামনায় সারিয়াকান্দি উপজেলার সকল মসজিদে শুক্রবার বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তার শুভাকাঙ্খীরা বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার ধানমন্ডিস্থ বাসভবনে হঠাৎ অসুস্থতা অনুভব করেন আব্দুল মান্নান। এরপর তাকে ঢাকা পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে বেলা আড়াইটায় তাকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

No comments

Leave a Reply

three × 3 =

সর্বশেষ সংবাদ