Menu

সারিয়াকান্দিতে এরশাদের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল

সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি): জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য জিএম বাবুর উদ্যোগে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) পবিত্র জুম্মার নামাজের পর সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য জিএম বাবু জানান, মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উলেখ্য, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বুধবার (২৬ জুন) সকাল ৯টায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। জাতীয় পার্টির সূত্রে জানা যায়, বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেওয়া হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সাবেক এ রাষ্ট্রপতিকে।

No comments

Leave a Reply

6 + four =

সর্বশেষ সংবাদ