সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দিতে ‘ প্রশিক্ষিত যুব, উন্নয়নের দৃঢ় শক্তি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ ‘টেকাব’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এক মাস মেয়াদী আইসিটি মোবাইল ভ্যানে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও ৪০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সারিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম সাদেক চৌধুরী, প্রশিক্ষক রেমন ইবনে ইসলাম, সহকারী প্রশিক্ষক আলমগীর।
Leave a Reply