Menu

সারিয়াকান্দিতে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও প্রাথমিক মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথভাবে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
এসময় সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগীতা তিনটি গ্রুপে বিভিন্ন শ্রেণীর ১৬০ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয়।
উক্ত প্রতিযোগিতায় ক গ্রুপে- প্রথম ও দ্বিতীয় শ্রেণির জাতীয় পতাকা, খ গ্রুপে তৃতীয় ও পঞ্চম শ্রণির জন্য শহীদ মিনার, গ গ্রুপে ৬ষ্ট ও অষ্টম শ্রেণির জন্য বঙ্গবন্ধু প্রতিচ্ছবি।
উল্লেখ্য ১৫ই আগষ্ট প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হবে।

No comments

Leave a Reply

1 × one =

সর্বশেষ সংবাদ