সোনাতলা সংবাদ ডটকম (সারিয়াকান্দি সংবাদদাতা): বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ীতে হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়াগেছে।
শুক্রবার রাতে উপজেলার নারচী ইউনিয়নের টিওরপাড়া গ্রমের মৃত কোরবান আলীর ছেলে আব্দুল খালেক ছান্নু (৫৫) বাদি হয়ে সারিয়াকান্দি থানায় এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই এলাকার মৃত নুরু আকন্দের ছেলে দুলু আকন্দ(৪০), রশিদ মন্ডলের ছেলে মোঃ খসরু (৪০), নজরুল ইসলাম মন্ডলের ছেলে ফেরদৌস (৫৫) ও আমিনুল ইসলাম (৫২) সহ অভিযোগে উল্যেখিত ৯ জন এবং আরো প্রায় ১৫ জনের একটি চক্র ছান্নু মিয়ার বাড়িতে শুক্রবার বিকালে হামলা ও তান্ডব চালিয়ে পালিয়ে যায়।
এ সময় ঘরের আসবাব পত্র সহ কাঠামো ভাংচুর করে পুকুরে ফেলে দেয়া হয় এবং আংশিক বেড়াতে আগুন জালিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আল আমিন বলেন, উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিলো। তবে কারো কসত বাড়ীতে হামলা এবং ভাংচুর করা অপরাধ। এই সংক্রান্ত অভিযোগ পেয়েছি এবং তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলেই ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply