সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ব্যাবসায়ীদের বণিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বণিক সমিতির নির্বাচন শুক্রবার(১২এপ্রিল) অনুষ্ঠিত হলে ৬টি পুর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে গরুর গাড়ী মার্কা নিয়ে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ টিপু সুলতান। সহ-সভাপতি পদে মোরগ মার্কা নিয়ে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খাজা নাজিমদ্দিন। সম্পাদক পদে হরিণ মার্কা নিয়ে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ তরফদার। এছাড়াও কার্যকরী সদস্য পদে আরিফুল ইসলাম ১৩১ ভোট, রফিকুল ইসলাম ১১৬ ভোট, সাইফুল ইসলাম ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply