সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি): গত কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দি যমুনা ও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পানির তীব্র ¯্রােতের কারণে উপজেলার যমুনা নদী এলাকার সহস্রাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে পৌর এলাকার কয়েক হাজার পরিবার।
এ সকল বন্যার্ত মানুষের মাঝে রবিবার (২১জুলাই) সকাল ১০ টায় আন্দরবাড়ী হালিমের চাতালে নিজে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯টি ওয়ার্ডের ২২শ’ পরিবারের মাঝে জিআর চাল বিতরন করেন পৌর মেয়র আলমগীর শাহী সুমন।
এসময় ১নং ওয়ার্ড কাউন্সিলর মিলন মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর পলাশ মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর খাজা নাজিমুদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সাখী আখতার রুলী, সামসুন্নাহার পুতুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ইউনুছ আলী, সহ-সভাপতি মাহবুবুর রহমার রুবেল, সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী, গনমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উলেখ্য পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্থ ২২শ’ টি পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
Leave a Reply