Menu

সারিয়াকান্দিতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচীর আওতায় ১২ হাজার ৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা আওয়ামীলীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, কৃষক লীগ সভাপতি সাইফুল ইসলাম দুখু, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, এমপি পুত্র সাখায়াত হোসেন সজল দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসের স্টাফসহ কৃষি উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ওইদিন দুপুরে প্রধান অতিথি সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ও হলরুম নির্মাণ কাজের ভিক্তি প্রস্থর স্থাপন করেন।

No comments

Leave a Reply

20 − six =

সর্বশেষ সংবাদ