Menu

 সারিয়াকান্দিতে ভটভটির চাপায় শিশু নিহত

পাভেল মিয়া, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে উঠার সময় শ্যালো ইঞ্জিচালিত ভটভটির চাপায় জান্নাতুল নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের প্রামানিক পাড়ার পল্লী চিকিৎসক বাবুল প্রামানিকের ছেলে।
জানা গেছে, ঘুঘুমারি গ্রামের আকন্দ পাড়ার মুরতাজের ছেলে কাঠ ব্যবসায়ী টুকু প্রামানিকের গাছের ডোম নিয়ে একটি ভটভটি প্রামানিক পাড়া থেকে রওনা হয়। সামান্য কিছু দূর যাওয়ার পর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে উঠার সময় চালক নিয়ন্ত্রন হারালে ভটভটিটি পিছনের দিকে গড়ে যাওয়ার সময় জান্নাতুল ভটভটির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এব্যাপারে ভটভটিতে থাকা কাঠ ব্যবসায়ী টুকু প্রামানিক বলেন, বাঁধে উঠার সময় ভটভটিটি উঠতে না পাড়ায় এ দূর্ঘটনায় শিশুটি মারা গেছে। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

No comments

Leave a Reply

12 + 7 =

সর্বশেষ সংবাদ