Menu

সারিয়াকান্দিতে মাদক-সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (সারিয়াকান্দি প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দিতে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নাশকতা, ইভটিজিং,বাল্যবিবাহ, ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনা মূলক পুলিশিং কমিউনিটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কর্ণিবাড়ী নিজাম উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের সভাপতিত্বে সারিয়াকান্দি থানার পরিদর্শক তদন্ত এনায়েতুল রহমানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী গাবতলী সার্কেল তাপস কুমার পাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, ডিআইজি প্রতিনিধি এস আই আইনাল হক, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আজহার আলী মন্ডল, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক খায়রুল আলম, ইন্সপেক্টর দুুরুল হুদা, এস আই সুব্রত কুমার ঘোষ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জাহাঙ্গীর আলম নয়ন প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন নাগরিকবৃন্দ।
সমাজটাকে একটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য উপরে উল্লিখিত সামাজিক ব্যাধী পারিবারিক প্রতিরোধ জোরদার ও সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামাজিক সচেতনতার মাধ্যমে পুলিশের সাথে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

No comments

Leave a Reply

5 × 3 =

সর্বশেষ সংবাদ