সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুজাহিদুল ইসলাম পলাশের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সদস্যরা। তারা মুরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য রেজাউল করিম মতিন রবিবার (১১ আগষ্ট) দুপুর ১২:৩০টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫বছর।
তার মৃতুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি লিটন আহম্মেদ, সাধারণ সম্পাদক নিহারুল ইসলাম পুটু, জাপা নেতা আবু সাঈদ, তৌহিদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক পাটি আহ্বায়ক মুনজুরুল হাসান মজনু, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইদুল, সচিব মুক্তা হোসেন, যুবনেতা জাহিদুল ইসলাম, আরবি প্রমুখ।
Leave a Reply