Menu

সারিয়াকান্দির কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন আব্দুল মান্নান এমপি

সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা আব্দুল মান্নান একাডেমিক ভবনের ভিক্তি প্রস্থর স্থাপন করেন,বগুড়া-১ আসনে সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এমপি। আজ শনিবার (২০ এপ্রিল) সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি নির্ভর জনশক্তি গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে একটি আধুনিক উন্নত সমৃদ্ধ, দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুস সামাদ খান এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বগুড়া জেলা পরিষদের সদস্য জনাবা সাহাদারা মান্নান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী জনাব আলতাফ হোসেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব অধ্যক্ষ ছাদত হোসেন, জনাব মমতাজুর রহমান, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা পরিষদের সদস্য জনাব মোঃ আনছার আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আইয়ুব আলী তরফদার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও। সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No comments

Leave a Reply

nine + 14 =

সর্বশেষ সংবাদ