Menu

সারিয়াকান্দির চালুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী প্রার্থীর পোস্টার ছেড়া ও পুড়িয়ে ফেলার অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম নান্নুর পোস্টার ছেড়ার ও পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম নান্নু ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ওই ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য। সরেজমিনে চালুয়াবাড়ীর বিরামের পাঁচগাছি গ্রামে গেলে নজরুল ইসলাম নান্নুর সমর্থনে তৈরি করা পোস্টার ছেড়া ও অগ্নিদগ্ধ অবস্থায় দেখা গেছে।
চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী নজরুল ইসলাম নান্নু জানান, ‘আমি দীর্ঘদিন ছাত্রলীগ করেছি, ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি, বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আগামী ইউপি নির্বাচনে চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। এ লক্ষ্যে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ও বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নান এর ছবিযুক্ত শুভেচ্ছা পোস্টার ছাপিয়ে বিভিন্ন স্থানে প্রদর্শন করেছি ও অন্যান্য স্থানে প্রদর্শনের জন্য আমার ঘরে সংরক্ষিত রেখেছি। গত শনিবার (২০-০২-২১) সকালে চালুয়াবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের লোকজন আকস্মিকভাবে আমার বাড়িতে প্রবেশ করে ঘরে রাখা পোস্টার ছিনিয়ে বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। এ সময় তারা ঘরে রক্ষিত আসবাবপত্র ভাঙচুর করে। তারা ঘরে রক্ষিত টাকাপয়সা নিয়ে যায় এবং বাইরে বিভিন্ন স্থানে লাগানো পোস্টারও ছিড়ে ফেলে।’
পোস্টার ছেড়া, পুড়িয়ে ফেলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত আলীর ০১৭১১-৯৭৯৬৬৬ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘এ ধরণের কোন ঘটনার সাথে তিনি বা তার লোকজন জড়িত নন। মনোনয়ন দেয়ার বিষয়টি দলীয় হাইকমান্ডের বিষয়, দল যাকে মনোনয়ন দেবে সেই নৌকা প্রতীকের মনোনয়ন পাবে।’

No comments

Leave a Reply

six + four =

সর্বশেষ সংবাদ