Menu

সারিয়াকান্দি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রমজান আলী ও সহকারী শিক্ষক সাথী আক্তার

পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০১৯ এ উপজেলা পর্যায়ে টানা তৃতীয় বারের মত শ্রেষ্ঠ ‘প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘প্রধান শিক্ষক’ রমজান আলী এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন ছনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথী আক্তার।
সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয়ে বিবেচনা করে রমজান আলীকে শ্রেষ্ট ‘প্রধান শিক্ষক’ এবং সাথী আক্তারকে শ্রেষ্ট সহকারী শিক্ষিক হিসেবে নির্বাচিত করেন।
শ্রেষ্ঠ ‘প্রধান শিক্ষক’ রমজান আলী ও সাথী আক্তার শ্রেষ্ট সহকারী শিক্ষক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকসহ সম্মানিত ব্যক্তিবর্গ।

No comments

Leave a Reply

eight − two =

সর্বশেষ সংবাদ