সোনাতলা সংবাদ ডটকম (পাভেল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ এবং মশক নিধনের লক্ষ্যে পরিস্কারের অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে ৭দিন ব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সারিয়াাকান্দি পৌর মেয়র ।
এ উপলক্ষে শনিবার (১৭ আগষ্ট) সকালে প্রথমদিনে সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যত্রুমের উদ্বোধন করেন পৌর মেয়র আলমগীর শাহী সুমন।
পৌর মেয়র বলেন ৭দিন ব্যাপী কর্মসূচী অংশ হিসেবে পৌর শহরের সড়কের দু পাশে ঝোপঝার, জমে থাকা ময়লা-আর্বজনা এবং ড্রেন পরিস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এ অভিযানটি সপ্তাহ ব্যাপী চলবে।
এসময় ১নং ওয়ার্ড কাউন্সিলর মিলন মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর পলাশ মিয়া, ৮নং ওয়ার্ড কাউন্সিলর খাজা নাজিমুদ্দিন, মুন্টু মিয়া, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সাখী আখতার রুলী, সামসুন্নাহার পুতুল, সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply