সােনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সােনাতলা উপজেলায় পুলিশ অভিযান চালিয় আন্তঃ জেলা চাের দলের সক্রিয় সদস্য তাজুল ইসলাম তাজু (৩৪) কে নাম্বার বিহীন একটি এ্যাপাচী ১৬০সিসি চােরাই মােটর সাইকেলসহ আটক করছে। সে গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামর বাবলু মিয়ার ছেলে।
পুলিশ জানিয়ছ, আজ সােমবার সকালে গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় উপজেলার বালুয়া ইউনিয়নের দিঘীরপাড়া এলাকা থেক তাকে আটক করা হয়। তার বিরুদ্ধ বিভিন থানায় ৯টি চুরি মামলা রয়েছে।
সােনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলন, আটককত ব্যাক্তি সারিয়াকাদী উপজেলার ডাকাত সর্দার লুৎফর ডাকাতের সহযাগী। তার বিরুদ্ধ সােনাতলা থানায় নিয়মিত মামলা দায়র হয়েছে।
Leave a Reply