সােনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সােনাতলা ছাতিয়ানতলা গ্রামে মাটি ভরাটকে কেদ্র করে মারপিটের ঘটনা ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ায় সেই মামলার দুই আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে সােনাতলা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ছাতিয়ানতলা গ্রামের মৃত তসলিম বেপারীর ছেলে আজিজার রহমান ও মৃত তেজি বেপারীর ছেলে জহুরুল।
এ ঘটনায় ওই মামলার ওপর আসামী আব্দুল মােমিন আদালতে হাজিরা দিতে গিয়ে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
জানা যায়, ১১জুন শুক্রবার সকাল ১১টায় উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে মাটি ভরাটকে কেদ্র করে প্রতিপক্ষের মারপিটে তিনজন আহত হয়।
আহত মৃত নছির উদ্দিন এর ছেলে আব্দুল লতিফ (৬৪) ও আকরাম হােসেন (৫৫) বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে আব্দুল লতিফের ছেলে ছানারুল ইসলাম (২৫) সােনাতলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ওই এলাকার সংরক্ষিত মহিলা মেম্বার তাপসি বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামী করে ১১জুন সােনাতলা থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে সােনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সাথে কথা বললে তিনি জানান, ছাতিয়ানতলা মারপিটের ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এ মামলার দুজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply