Menu

সুখানপুকুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরও দু’জন গ্রেফতার

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, বগুড়া প্রতিনিধি): বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরও দুজন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে সাড়াশী অভিযান চালিয়ে বাড়ী থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া গ্রামের মৃত আব্দুল হাই সরকার লাড্ডুর ছেলে হায়াতুর রহমান সৌরভ (২৮) ও নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা শেখ পাড়া গ্রামের মৃত গণি শেখের ছেলে মাসুদ শেখ (২৮)। এদের মধ্যে মাসুদ শেখের বাড়ী থেকে একটি দেশীয় ছোড়া উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির পৃথক দুটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে থানার ওসি সেলিম হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
উল্লেখ্য, উপজেলার সোনারায় ইউনিয়নের আটাপাড়া বাজার টু সুখানপুকুর সড়কের কুচেমারি ব্রীজ সংলগ্ন স্থানে একদল দূর্বৃত্ত্ব ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন টহলরত পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।

No comments

Leave a Reply

4 × 3 =

সর্বশেষ সংবাদ