সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): সোনাতলা উপজেলা দিগদাইড় ইউনিয়নের কলেজ স্টেশন শিহিপুর, বটতলা নামক স্থানে ফাতেমা ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের একটি আল্ট্রাসোনোগ্রাম মেশিন চুরি হয়েছে। থানা সুত্রে জানাযায়, ২ আগষ্ট ডায়াগনোষ্টিক সেন্টার মালিক মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় ডায়াগনোষ্টিক সেন্টার পরিচালনা করে রাত ৮টায় বাড়ি চলে যায়। পরেরদিন ৩ আগষ্ট সকালে ডায়াগনোষ্টিক সেন্টার খুলতে দেখে আল্ট্রাসোনোগ্রাম মেশিন ঘরের দরজা খোলা এবং ঘরে মেশিন নাই ওই রাতে কে বা কাহারা তালা ভেঙ্গে মেশিনটি চুরি করে নিয়ে যায়। ওই ডায়াগনোষ্টিক সেন্টারের মালিক মোস্তাফিজুর রহমানের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম(৪৫) গত ০৩-০৮-২০১৯ তারিখে সোনাতলায় থানায় অজ্ঞাতনামা একটি চুরি মামলা দায়ের করে। মামলার তদন্তে এসআই জহুরুল ইসলাম সন্দেহ ২জনকে আটক করে।
Leave a Reply