Menu

সুখানপুকুরে প্রয়াত জননেতা আব্দুল মান্নানের প্রতি দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সোনাতলা সংবাদ ডটকম (সুখানপুকুর প্রতিনিধি): বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে প্রয়াত বগুড়া ১ আসনের সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নানের প্রতি দোয়া ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন।

তিনি তার বক্তব্যে বলেন, আব্দুল মান্নান ভালো কাজের মধ্যে দিয়ে যুগ যুগ সোনাতলা সারিয়াকান্দি বাসীর হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবেন। একদিন তোমরাও আব্দুল মান্নানের মত দেশ ও জাতির মঙ্গল কামনা করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নূরে আলম বাবলু মাষ্টার, হেলাল সরকার, তবিবর রহমান মাষ্টার, সৈয়দ আহম্মদ কলেজের প্রভাষক জাকিরুল ইসলাম, অভিভাবক সদস্য শ্রী চঞ্চল চন্দ্র রায়, সেকেন্দার আলী খাজা, রবিউল ইসলাম মান্নু সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

No comments

Leave a Reply

11 + seventeen =

সর্বশেষ সংবাদ