সোনাতলা সংবাদ ডটকম (মুহাম্মাদ আবু মুসা): বগুড়ার গাবতলী থানা পুলিশ অভিযান চালিয়ে পুতুলসহ (মৃর্তি) ২জি¦নের বাদশাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো জেলার সোনাতলা উপজেলার উত্তর সুখানপুকুর (বাঁশহাটা) গ্রামের মৃত আজিম উদ্দিন সাকিদারের ছেলে শহিদুল ইসলাম (৪২) একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৪৫)।
গত রোববার রাতে থানার এসআই কান্তি কুমার মোদক সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ ঘটনায় জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সরধনকুটি (বাঙ্গাবাড়ী) গ্রামের আনারুল ইসলামের স্ত্রী ক্ষতিগ্রস্থ ও ভুক্তভোগী রতœা বেগম বাদীনি হয়ে গতকাল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ রয়েছে, ক্ষতিগ্রস্থ ও ভুক্তভোগী রতœা বেগমের মোবাইল ফোনে কল দিয়ে নানাভাবে ভয়ভীতি ও লোভ দেখিয়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা ও ২৫হাজার টাকার মূল্যের স্বর্ণের রিং হাতিয়ে নেয়। এ ছাড়াও আরো টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে।
সার্বিক বিষয়টি ক্ষতিগ্রস্থ ও ভুক্তভোগী রতœা বেগম ও তার পরিবার থানা পুলিশকে জানালে পুলিশ তাদেরকে পুতুলসহ (মৃর্তি) গ্রেফতার করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই কান্তি কুমার মোদক এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply