Menu

সুখানপুকুরে ১২পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা স্বাধীন ও তার সহযোগী গ্রেফতার

সোনাতলা সংবাদ ডটকম (সাব্বির হাসান, গাবতলী বগুড়া): বগুড়ার গাবতলীতে ১২পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা স্বাধীন ইসলাম (২২) ও তার সঙ্গী সাগর মিয়া (৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলা সুখানপুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, উপজেলার তেলীহাটা নয়াপাড়া গ্রামের সাজু মিয়া ছেলে ছাত্রদল নেতা স্বাধীন ইসলাম এলাকায় দীর্ঘদিন আগে থেকে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে থানার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সুখানপুকুর এমআএম উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১২পিচ ইয়াবাসহ স্বাধীন ইসলাম ও তার সঙ্গী সাগরকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে স্বাধীন ও সাগরকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। আজ গ্রেফতারকৃত স্বাধীন ও সাগরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সাগর উপজেলার কেশবেরপাড়া গ্রামের মোজাম মিয়ার ছেলে।

এ ব্যাপারে থানার ওসি সেলিম হোসেনের সঙ্গে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

No comments

Leave a Reply

two × one =

সর্বশেষ সংবাদ