Menu

সুখানপুকুর এম আর এম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক নির্বাচন সম্পন্ন

সোনাতলা সংবাদ ডটকম (আমিনুর ইসলাম): বগুড়ার গাবতলী সুখানপুকুর এম আর এম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পদে নির্বাচন শান্তিপুর্নভাবে গতকাল ২৬ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।

৮শত ৪৮ জন ভোটারের মধ্য ৪ শত ৬৪ জন অভিভাবক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগকরে।

৭জন প্রার্থী অভিভাবক নির্বাচনে অংশ নেয়। ২৭৭ ভোট পেয়ে জিল্লুর রহমান প্রথম, ২৫৮ ভোট পেয়ে পলান কুমার রায় ২য়, ২২৮ ভোট পেয়ে বিধান ভট্রাচার্য্য ৩য় ও ২১২ ভোট পেয়ে আনিছুর রহমান ৪র্থ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছে।

পরাজিত ১৯০ ভোট পেয়ে আমিনুল ইসলাম ৫ম, ১৮৫ ভোট পেয়ে তারেক রহমান ৬ষ্ঠ ও ১৫৫ ভোট পেয়ে ফুলমিয়া ৭ম হয়েছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, তাকে সার্বিক সহায়তা করেন এম আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজনু, গাবতলী মডেল থানার এসআই খোরশেদ আলম, এএসআই কাজেম আলীসহ সঙ্গীয় ফোর্স।

No comments

Leave a Reply

1 × 2 =

সর্বশেষ সংবাদ