Menu

সুখানপুকুর স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের আয়োজনে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুখানপুকুর সংবাদদাতা : আপনার রক্তে যদি বাচেঁ একটি প্রান, তবে কেনো নয় স্বেচ্ছায় রক্তদান ” এই স্লোগান কে  সামনে রেখে “”সুখানপুকুর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন”” এর আয়োজনে আজ ১ লা জানুয়ারী ২০২১ ইং রোজ শুক্রবার সুখানপুকুর বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর ক্যাম্পেইন করা হয়।

উক্ত ক্যাম্পেইনের  প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম রাঙ্গা,  সাবেক চেয়ারম্যান সোনারায় ইউনিয়ন,  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গাবতলী উপজেলা আওয়ামী লীগ।
ক্যাম্পেইন টি শুরু করা হয় বিকাল ৩ ঘটিকায়,  শেষ করা হয় সন্ধ্যা ৬ ঘটিকায়। উক্ত সময়ের মধ্যে প্রায় ২০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। তার সাথে মানুষ জনকে রক্তদান সম্পর্কে মোটিভেট করা হয়।
ক্যাম্পেইন টি পরিচালনা করে সংগঠনের সদস্য বৃন্দ।  উপস্থিত ছিলেন সাইদুর রহমান শাকিল,  আবু সালেহ হিমেল, মেহেদি,  আশিষ,  সাব্বির লিমন,  আমিনুর ইসলাম,  সেতু, ইউনুছ সহ সংগঠনের আরো অনেক সদস্যবৃন্দ।

সার্বিক সহোযোগিতায় ছিলো ” সোনালী হাসি কমিউনিটি ক্লিনিক ও ফাতেম ডায়াগনস্টিক সেন্টার””।

No comments

Leave a Reply

1 × 3 =

সর্বশেষ সংবাদ