Menu

সৈয়দ আহম্মদ কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ গতকাল বগুড়া গাবতলী উপজেলার ফাতেমা ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর পৃষ্ঠপোষকতায় স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন এর উদ্দোগে আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সৈয়দ আহম্মদ কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান। এসময় তিনি বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এরকম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অত্যন্ত যুগোপযোগী ও মানবতার পরিচয় বহন করে।
সভাপতিত্বে ছিলেন স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন বগুড়া জেলা শাখা সভাপতি মোঃ আব্দুল্লাহ আল লোমান সাব্বির, বরেণ্য অতিথি ছিলেন সাবেক চেয়রম্যান জোড়গাছা ইউপি ও অত্র প্রতিষ্ঠানের গর্ভনিংবডির সদস্য আলহাজ¦ মোঃ শহিদুল হক টুল্লু। প্রধান আলোচক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুখানপুকুর উপ-স্বাস্থ্য কেন্দ্র ডাঃ মোঃ হুমায়ন কবির ইমরান। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ও চেয়ারম্যান সোনারায় ইউপি মোঃ মফিদুল ইসলাম, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান কে.এম শফিকুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মুঞ্জুরে আলম রাসেল, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোছাঃ আকলিমা খাতুন শিরিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রেজাউল কবীর। সার্বিক সহযোগিতায় করে স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন এর সকল সদস্যবৃন্দ।

No comments

Leave a Reply

1 × 4 =

সর্বশেষ সংবাদ