Menu

সৈয়দ আহম্মদ কলেজে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সুখানপুকুরস্থ সৈয়দ আহম্মদ কলেজ তানজিম আকতার বøাড ডোনার ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রকা হয়।

কলেজের পার্শ্ববর্তী গাবতলী উপজেলা গজারিয়া আদর্শ গ্রামে শীতার্ত মানুষের কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুুঞ্জুরে আলম রাসেল, রসায়ন প্রভাষক মিনারুল ইসলাম মিঠু মিয়া প্রমুখ।

এছাড়াও বিনামূল্য রক্তের নির্ণয় করা হয়।

No comments

Leave a Reply

3 + eight =

সর্বশেষ সংবাদ