১৪ জানুয়ারী শুক্রবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হলে প্রতিক বরাদ্দ দিয়েছে। ৭ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য মোট ৪শত ২০ জনের মাঝে প্রতিক বরাদ্দ দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন মধুপুর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, পাকুল্যা ইউনিয়নে ২ জন চেয়ারম্যান প্রার্থী, তেকানী চুকাইনগর ইউনিয়নে ১ জন চেয়ারম্যান প্রার্থী, জোড়গাছা ইউনিয়নে ১ জন চেয়ারম্যান প্রার্থী ও দিগদাইড় ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী।
এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-পাকুল্যা ইউপির বর্তমান চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত ও মধুপুর ইউপির বর্তমান চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন ও তেকানী চুকাইনগর ইউনিয়নে সালেক উদ্দিন। আগামী ৩১ জানুয়ারী ইভিএম এর মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply