Menu

সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে একজন আহত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ধর্মকুল গ্রামের সিরাজের দুই ছেলে আপেল ও মুংলুর মধ্যে আম কুড়ানোকে কেন্দ্র করে মারপিটসহ বসতবাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।

এতে মুংলুর স্ত্রী জেলেখা বেগম আহত হয়ে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত জেলেখা বেগম জানান, ধর্মকুল গ্রামে সিরাজের দুই ছেলে আপেল ও মুংলুর মধ্যে জমি—জমা নিয়ে বিরোধ চলে আসছে। যার ফলে কারণে অকারণে দুই ভাইয়ের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়েই ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

এরই জেরে ১ জুন মঙ্গলবার সকালে আম কুড়ানো নিয়ে আমার ছোট দেবরের সাথে কথার কাটা—কাটি হয়। এর এক পর্যায়ে দেবর আমাকে মারপিট করে এবং বাড়ীঘর ভাংচুর করে। এতে জেলেখা বেগম (মুংলুর ভাবি) আহত হলে তার স্বামী আপেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

এব্যাপারে মুংলু জানান, তার ভাবি জেলেখা বেগম এর মুখের ভাষা অন্ত্যান্ত খারাপ। কারনে অকারনে বাবা—মা সহ পরিবারের সবাইকে গালি গালাজ করে। শুধু তাই নয়, কয়েকবার ওই ভাবি আমার মাকে পর্যন্ত মেরেছে। আম নিয়ে শুধু কথা কাটাকাটি হয়েছে, মারপিটের এমন কোনো ঘটনা ঘটেনি।

এ রিপোর্ট লেখা অবদি থানায় অভিযোগের প্রস্তুতি চলছিলো।

No comments

Leave a Reply

8 + six =

সর্বশেষ সংবাদ