Menu

সোনাতলার আঃ বাছেত দাখিল মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলা উপজেলার মধ্য দিঘলকান্দী আব্দুল বাছেত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১২টার দিকে অত্র মাদ্রাসার অফিস কক্ষে ম্যানেজিং কমিটি অনুমোদনের পর প্রথম সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম মতিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার বজলুর রহমানসহ কমিটির সদস্যরা।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রশিদসহ ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য ম্যানেজিং কমিটির প্রথম মিটিংয়ের কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মাদ্রাসা বোর্ড থেকে নতুন ম্যানেজিং কমিটি অনুমোদন হয়ে আসার পর আজ প্রথম সভা অনুষ্ঠিত হয়। তবে ম্যানেজিং কমিটির সভা না করেই গত ১৮ নভেম্বর মাদ্রাসার ২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সম্প্রতি ম্যানেজিং কমিটি ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন এক শিক্ষার্থী অভিভাবক।

No comments

Leave a Reply

two × 5 =

সর্বশেষ সংবাদ