Menu

সোনাতলার আলেক প্রামানিক নামের এক যুবক সিরাজগঞ্জ মোড় হতে নিখোঁজ!

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের রশিনাবাড়ি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে মোঃ আলেক প্রামানিক সিরাজগঞ্জ মোড় হতে নিখোঁজ হয়েছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মঙ্গলবারে একটি জিডি করেছে তার পরিবারের লোকজন। জিডি নং ১৪২০,তারিখ ২৮ জানুয়ারী ।

জিডি মুলে ও পরিবারের লোকজনের মাধ্যমে জানা যায়,গত রবিবার ২৫ জানুয়ারী আলেক প্রাং বাড়িতে আসার লক্ষে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী বাসে উঠে সিরাজগঞ্জ মোড়ে এসে রাত্রি ৪টায় হোটেলে নাস্তা করে।

তখনই মোবাইলফোনে তার স্ত্রীর সাথে কথা হয়। তারপর থেকেই আলেকের মোবাইলফোন বন্ধ পায় তার স্ত্রী ও পরিবারের লোকজন। অনেক খোঁজা-খোঁজি করেও তাকে পাওয়া যাচ্ছেনা।

আলেকের গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি,বয়স আনুমানিক ৩০ বছর,পড়নে ছিলো শার্ট-প্যান্ট ও কালো রঙের জ্যাকেট। কোনো সু-হৃদয় ব্যক্তি আলেক নামের লোকটির খোঁজ পেলে ০১৯১৯৯৭০০৫৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবারের লোকজন।

No comments

Leave a Reply

eighteen − 11 =

সর্বশেষ সংবাদ