সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): মঙ্গলবার সোনাতলার উপজেলার আড়িয়ারঘাট মকরী সপ্তমী স্নানের মেলায় বেড়াতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ও প্রতক্ষ্যসূত্রে জানাগেছে, উপজেলার কাবিলপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ রাফি (১৬) দুপুরে আড়িয়ারঘাট মকরী সপ্তমী স্নানের মেলায় বেড়াতে যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে আড়িয়ারঘাট ব্রিজের পাশ্বে ডেকে নিয়ে গিয়ে গড়ফতেপুর গ্রামের মোঃ তৌহিদ, নিশানসহ তার বন্ধুরা ১০-১৫ জন তার উপর ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সোনাতলা হাসপাতালে ভর্তি করে। রাফির অবস্থা আশাংকাজনক।
Leave a Reply