সোনাতলা সংবাদ ডটকম (মিনহাজুল বারী, বালুয়া প্রতিনিধি): শিক্ষক নিয়োগ নন গভমেন্ট টিচার’স রেজিষ্টেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি (এনটিসিআরএ) এর মাধ্যমে বগুড়া সোনাতলা উপজেলার শেখাহাটী ইউনাইটেড উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম গত নভেম্ববর ২০১৮তে তার বিদ্যালয়ে ৮ জন শিক্ষকের পদ শূন্য দেখিয়ে শিক্ষক নিয়োগের আবেদন করেন। এর প্রেক্ষিতে (এনটিসিআরএ) এর সংশ্লিষ্ট কতৃপক্ষ অনলাইনে আবেদন কৃত শিক্ষক নিয়োগের যাচাই-বাচাই শেষে নিয়োগ প্রাপ্ত চুড়ান্ত হয় ৮ শিক্ষক। তারা (এনটিসিআরএ) এর সুপারিশ মালা (নিয়োগ পত্র) হাতে পেয়ে ওই প্রতিষ্ঠানে গত শনিবার নিয়োগ পত্র নিয়ে যোগদান করতে গেলে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাদেরকে বলে আমার প্রতিষ্ঠানে কোনো পদ খালি নেই। এতে মাথায় হাত পরেছে নিয়োগ প্রাপ্ত ৮ জন প্রার্থীর। এদিকে তথ্য নির্ভর সুত্রে জানা যায়, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ভুল ক্রমে কলেজের শূণ্য পদে নিয়োগ এর স্থলে উচ্চ বিদ্যালয়ের শূণ্য পদ দেখিয়ে(এনটিসিআরএ)এ শিক্ষক নিয়োগের আবেদন করে, খবর পেয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আপনাদের সাথে কোনো কথা বলব না। হাইকোর্ট আছে, (এনটিসিআরএ) আছে সেখানে প্রার্থীরা মামলা করুক আর অভিযোগ করুক, আপনারা কেনো এসেছেন। এসময় তথ্য ভিত্তিতে প্রেক্ষিতে সাংবাদিকরা তার কাছে তার ভুলের কথা জানতে চাইলে তিনি তার কক্ষ ত্যাগ করে চলে যান। এ সময় ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মদন মহন রায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক দের সাথে অশভোনীয় আচারন করেন। এ সময় সাংবাদিকরা তার দিকে ক্যামেরা ধরলে অন্যন্য শিক্ষক তাকে সরিয়ে নিয়ে যায় এবং ওই শিক্ষকের আচারনে ক্ষমা চায়। এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ প্রাপ্ত এক প্রার্থী জানান, অনেক আশা নিয়ে অনলাইনে প্রায় ২৫/৩০টি আবেদন করি। এর মধ্যে আমি সহ আরো কয়েকজন ইউনাইটেড স্কুলে নিয়োগ পেয়েও স্কুল কলেজ প্রধানের ভুলের কারনে যোগদান করতে পাচ্ছি না। এতে করে তাদের কাধেঁ থাকা ভড়া কলসির ভাঙনের মত উপক্রম হয়ে মাথায় হাত পড়েছে। নিয়োগ প্রাপ্তরা হলো কৃষি বিষয়ে মোছাঃ ইসলামা আকতার, ব্যাবসায়ী শিক্ষা শাখায় তপণ কুমার, গণিত বিষয়ে মোঃ এরশাদুল ইসলাম ও মোঃ নাইমুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিষয়ে শারমিন আকতার, বাংলা বিষয়ে মোঃ আব্দুল রহিম, ইংরেজী বিষয়ে মোঃ সুজন মিয়া।
Leave a Reply