Menu

সোনাতলার কলেজ স্টেশন- ভেলুরপাড়া সড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন থেকে ভেলুরপাড়া সড়কের উত্তর সুখানপুকুর গ্রামে বৃষ্টিতে সড়ক ভেঙ্গে সকল যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। ঝুকি নিয়ে রিক্সা, ভ্যান, মোটর সাইকেল চললেও অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ।

জানাগেছে, গত ২দিনের অবিরাম বর্ষনে বৃষ্টির পানি নামার সময় উত্তর সুখানপুকুর গ্রামের সামিউল ইসলামের বাড়ির সামনে পাঁকা সড়কের বেশীরভাগ অংশ ধ্বসে গেছে। এতে সাধারণ যানবাহনগুলো ঝুকি নিয়ে চলাচল করলেও ভারী যানবাহনগুলোর চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী তৈয়ব শামীমকে জানানো হলেও ওই সড়ক মেরামতে তিনি কোনও ব্যবস্থা গ্রহন করেনি।
এবিষয়ে দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী তৈয়ব শামীমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

No comments

Leave a Reply

2 + fourteen =

সর্বশেষ সংবাদ