Menu

সোনাতলার ছোট্ট জারিফ একক অভিনয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে

সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ রুহুল আমীন ও জুলেখা বেগমের দুই সন্তানের একজন জুনাইদ আমিন অপূর্ব।সে বালুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।ছোট্ট বয়স থেকেই জারিফ বেশ চঞ্চল ও দূরন্ত প্রকৃতির।সবকিছুতেই তার চাঞ্চল্যতা।এই অল্প বয়সেই সে পড়াশুনার পাশাপাশি কবিতা আবৃতি,অভিনয়,চিত্রাঙ্কনে তার দক্ষতার পরিচয় দিয়ে নিজের ঝুলিতে জমা করেছে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পুরষ্কার।খেলাধূলা,স্কাঊটিং ও সে সমান পারদর্শী।এরই ধারাবাহিকতায় এবছর আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ এ ইতিমধ্যে রাজশাহী বিভাগীয় পর্যায়ে একক অভিনয় বিষয়ে ১ম ও আবৃতি বিষয়ে ৩য় স্থান অধিকার করে একক অভিনয়ে রাজশাহী বিভাগের প্রতিনিধি হিসেবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে।তার এই সাফল্য তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,এলাকাবাসী বেশ আনন্দিত।সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম জাফিরের এই সাফল্য ইতিমধ্যে জায়ীয় পর্যায়ে অংশ নেয়ার ক্ষেত্রে ৫০০০/- টাকা প্রদান করেছেন।জারিফের মা জুলেখা বেগম বলেন জারিফ হাসনাহেনা খেলাঘর আসরে নিয়মিত কবিতা আবৃতি ও অভিনয় চর্চা করে যাচ্ছে।জারিফের এই সাফল্য উপজেলা নির্বাহী কর্মকর্তা,স্কুলের শিক্ষকদের পাশাপাশি সোনাতলা খেলাঘর আসরের সমন্বয়ক মহসীন আলী তাহার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।জারিফ আগামীতে একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও জাতীর কল্যাণে নিয়োজিত হতে চায়।জারিফের এই সাফল্য অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম,জারিফের বোন আবৃতি শিল্পী মাইশা মাহজাবিন মেঘলা,সোনাতলা খেলাঘর আসরের সমন্বয়ক মহসীন আলী তাহা, আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল,হাসনাহেনা খেলাঘর আসরের সভাপতি সিজুল ইসলাম,আলোর প্রদীপ খেলাঘর আসরের সভাপতি কাজী হাফিজ আল আনাম,পারুলতলা খেলাঘর আসরের সভাপতি মোঃ আতাউল সানি

No comments

Leave a Reply

fifteen + two =

সর্বশেষ সংবাদ