Menu

সোনাতলার জোড়গাছায় ইউপি মেম্বারদের বাদ দিয়ে ভিজিএফ এর চাল বিতরণ

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক): বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে ইউপি সদস্যদের অনুপস্থিতিতে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এ নিয়ে ইউপি সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ইউপির ২০৭৭ জন দুস্থ মানুষকে ১৫ কেজি করে চাল দেয়ার নির্ধারিত দিন ছিল। সরেজমিনে গিয়ে ইউপি সদস্যদের অনুপস্থিতিতে ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডলকে ড.এনামুল হক কলেজের পাশে একটি গোডাউন থেকে চাল বিতরণ করতে দেখা যায়। এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান শাহাদৎ জামান রুবেল জানান, প্রত্যেক ইউপি সদস্যের অনুকুলে বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের স্লিপ সদস্যদের না দিয়ে চৌকিদার দিয়ে বিতরণ করা হয়। এর মাধ্যমে আমাদের চরমভাবে অসম্মান করা হয়েছে। চাল নিতে আসা অনেকের সাথে দুর্ব্যবহার করেছে ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল। দুর্ব্যবহারের ফলে অনেকেই চাল না নিয়ে ফিরে যান। এছাড়াও তিনি অনেকের স্লিপ হাতে নিয়ে নানা অযুহাতে ছিড়ে ফেলেন। প্যানেল চেয়ারম্যান শাহাদৎজামানের এ বক্তব্যের সাথে একমত পোষন করেন ইউপি সদস্য আজিজার রহমান, শহিদুল ইসলাম মুকুল, আব্দুল গফুর, নাসরিন ও সুমি বেগম। জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, চাল বিতরণে কোন অনিয়ম হয়নি, সঠিকভাবে চাল বিতরণ করছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে কোন অভিযোগ এখন পর্যন্ত আমার কাছে আসেনি।

No comments

Leave a Reply

four + fourteen =

সর্বশেষ সংবাদ