Menu

সোনাতলার পাকুল্লায় মা ইলেক্ট্রনিক্স ফ্রিজ-টিভি’র শোরুম এর শুভ উদ্বোধন

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বুধবার সোনাতলার পাকুল্লায় ভিশন ও ওয়ালটন ফ্রিজ-টিভির শোরুম ‘মা ইলেক্ট্রনিক্স’ এর উদ্বোধন করা হয়েছে।

 

শোরুমটির উদ্বোধন করেন ভিশন ইলেক্ট্রনিক্স এর বগুড়ার জোনাল ম্যানেজার নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধীকারী জাকির হোসেন, কৃষকলীগ নেতা নাহিদ হাসান, স্থানীয় আব্দুল জলিল, এনামুল ও লাবু।

No comments

Leave a Reply

5 × five =

সর্বশেষ সংবাদ