Menu

সোনাতলার পার্শ্ববর্তী হিয়াতপুরে জমিজমা বিরোধে গাছপালা কর্তনের অভিযোগ

লতিফুল ইসলাম, সোনাতলাঃ সোনাতলার পার্শ্ববর্তী হিয়াতপুর গ্রামে নিজেদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একটি পক্ষের বিভিন্ন গাছ কর্তন করেছে প্রতিপক্ষ। ওই গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে মনিরুল ইসলাম মুন্টু দীর্ঘ কয়েক বছর আগে তার বাবাসহ কয়েক অংশীদারের কাছ থেকে বেশ কয়েক শতক জমি ক্রয় করে তখন থেকে ভোগদখল করে আসছে। তারপরও অন্যায় ভাবে প্রতিপক্ষের আব্দুল লতিফ ও ঠান্ডুসহ আরো কয়েকজন মুন্টুর ক্রয়কৃত জমি বেদখল করার চেষ্টা করছে। এ নিয়ে বিরোধের জের ধরে মুন্টুর সেই জমিতে লাগানো কিছু সুপারির গাছ,কুমড়া গাছ ও কলাগাছ গত শুক্রবার সকালের দিকে কেটে ফেলেছে। এতে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসাথে নানা ভাবে হয়রানি ও দাবান-শাসান করা হচ্ছে বলে মুন্টু মিয়া জানান। প্রতিপক্ষের শাহজাহান, সাইফুল ও তাদের লোকজন জানান, মুন্টু যদি তার পিতা আসাদুজ্জামান কিংবা অন্য কারো কাছ থেকে জমি কবলা বা ক্রয় করে থাকেন তাহলে তিনি কবলার দলিল দেখায় না কেন? বৈঠকের ব্যবস্থা করা হলে বৈঠকে উপস্থিত হন না কেন? মুন্টু একজন চতুর প্রকৃতির মানুষ। তিনি জমির ক্ষেত্রে তার অসহায় ভাইদেরকে ঠকিয়েছেন।

No comments

Leave a Reply

seven + 6 =

সর্বশেষ সংবাদ